Posts

জাতিসংঘে ফের মিয়ানমারের মিথ্যাচার, অভিযোগ অস্বীকার

Image
রাখাইনে রোহিঙ্গাবিরোধী সেনা অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলের সব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত। তিনি বলেছেন, মিয়ানমারে মুসলিমদের বিরুদ্ধে কোনো ‘গণহত্যা’ বা ‘জাতিগত নিধনযজ্ঞ’ চলছে না। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘ সেখানকার পরিস্থিতিকে জাতিগত নিধনের প্রকৃষ্ট উদাহরণ হিসেবে চিহ্নিত করলেও দেশটি তরফে বলা হয়েছে, রাখাইন ছেড়ে মুসলিমদের চলে যাওয়ার কারণ সম্পর্কে তারা জানেন না। রোহিঙ্গা নিপীড়ন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ অং সাং সু চি বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে রয়েছেন। সমালোচনা এড়াতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত থেকেছেন তিনি। কিন্তু নিজে না গেলেও তার সরকারের উপরাষ্ট্রপতি সাধারণ পরিষদে দেওয়া ভাষণে সু চি’র বক্তব্যেরই প্রতিধ্বনি করে এসেছেন। নিধনযজ্ঞের কথা অস্বীকার করার পাশাপাশি জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত দাউ দো সুয়ান রাখাইনের অবস্থা বর্ণনা করতে যেসব দেশ ‘গণহত্যা’ বা ‘জাতিগত নিধনযজ্ঞ’ এই শব্দগুলো ব্যবহার করেছে তাদেরও কঠোর সমালোচনা করেছেন। ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ অধিবেশনে অনেক সদস্য রাষ্ট্রই রাখাইনের পরিস্থ...

নিউ ইয়র্কে ব্যতিক্রমী নৌ-ভ্রমণ

Image
নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের সম্মানে ভিন্নধর্মী ‘নৌ-ভ্রমণ’ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিতে চলমান উন্নয়ন-কার্যক্রমের ওপর একটি সেমিনার আয়োজন করে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। আয়োজিত সেমিনার ও ‘নৌ-ভ্রমণ’ অনুষ্ঠানে সপরিবারে ক্লাবের সদস্য এবং প্রবাসের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। চমৎকার আবহাওয়ায় ইস্ট রিভারের এ নৌ-ভ্রমণে সকলকে স্বাগত জানান ক্লাবের সেক্রেটারি দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা শহিদুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিজু। কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজ কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। জাতিসংঘের শহর নিউ ইয়র্কের ইস্ট রিভারে ভাসমান জাহাজটি পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এ কে এ মোমেন বলেন, এমডিজি অর্জনের পথ ধরেই বাংলাদেশ এসডিজির পথে এগিয়ে চলেছে। তবে এসডিজির যেসব ইস্যুকে প্রাধান্য দেয়া হচ্ছে, তার বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তিনি আরও বলেন, বিশেষ করে টেকসই উন্নয়নের সত্যিকারের প্রতিফলন ঘটাতে যে অর্থের প্রয়োজন তা আন্তর্জাতিক...

মিয়ানমার দিয়েছে গুলি, বাংলাদেশ দিচ্ছে খাবার

Image
‘২৫ আগস্ট ভোর রাতে আকস্মিকভাবে পার্বত্য জেলা বান্দরবানের তুমব্রু সীমান্তের মিয়ানমারের ঢেকিবুনিয়া গ্রামে হামলা শুরু করে দেশটির সেনাবাহিনী। নির্বিচারে গুলির পাশাপাশি রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়া শুরু করে তারা। ঘুমন্ত মানুষগুলো আকস্মিক আক্রমণে যখন হতবিহ্বল, তখন হ্যান্ডমাইকে শুনতে পান সেনাবাহিনীর ঘোষণা, ‘বাঙালি সন্ত্রাসীরা, তোমাদের দেশ মিয়ানমার নয়। তোমাদের দেশ বাংলাদেশ। তোমরা সেই দেশে চলে যাও।’ গুলি আর আগুনের মুখে টিকতে না পেরে আশপাশের কয়েক গ্রামের মানুষ রাতের আঁধারেই বেরিয়ে পড়েন। পাহাড়ি পথ বেয়ে মিয়ানমারের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এক কাপড়ে আশ্রয় নেন তুমব্রু সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে। তারপর থেকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির দয়ায় বেঁচে থাকা মানুষগুলোকে নো-ম্যানস ল্যান্ড থেকে দেশের ভেতরে এনে তাদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মিয়ানমারের ঢেকিবুনিয়া থেকে পালিয়ে নো-ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া আহমদ শফী (৪৫) ত্রাণ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে সেদিনের দুঃসহ স্মৃতির কথা তুলে ধরেন। কান্নাজড়িত কন্ঠে নিজের ভাষায় আহমদ শফী বলেন, ‘আঁরা বার্মার মানুষ।...

ডায়াবেটিস রোগের লক্ষণ ও করণীয়

Image
রোগের লক্ষণ কি ?:  (ক) বার বার প্রস্রাব করা; (পলিইউরিয়া) (খ) অস্বাভাবিক তৃষ্ণা (পলিডিপসিয়া) (গ) অস্বাভাবিক ক্ষুধা (পলিফ্যাগিয়া) (ঘ) অল্প পরিশ্রমে ক্লান্তি (ঙ) ওজন হ্রাস (চ) স্হুলাকৃতি চেহেরা (ছ) ক্ষতস্থান দেরিতে শুকানো (জ) পায়ে অসাড় অনুভূতি (ঝ) চোখের দৃষ্টিশক্তি আবছা হওয়া। (ঞ) চামড়ায় শুষ্কতা বা চুলকানি ভাব আসা পরীক্ষা:  ডায়াবেটিসের দুটি অতি পরিচিত পরীক্ষা- প্রথমটি খালি পেটে এবং দ্বিতীয়টি খাদ্য গ্রহণের পর দু ঘন্টার মধ্যে রক্তের গ্লুকোজের পরিমান নিধার্রন। আরও কয়েকটি পরীক্ষা আছে। যেমন- রান্ডম ব্লাড সুগার পরীক্ষা; সিরাম গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিন পরীক্ষা; ইউরিন সুগার পরীক্ষা; “সিরাম ফ্রুক্টোসেমাইন পরীক্ষা; “গ্লুকোজ টলারেন্স পরীক্ষা অথবা কীটোন বডির জন্য মুত্র পরীক্ষা ইত্যাদি। ডায়াবেটিস নিয়ন্ত্রণ:  খ্যাদ্যাভাস: ১. ডায়াবেটিক রোগীদের খাদ্যাভাস এমনভাবে গড়ে তোলা দরকার যাতে শরীরের ওজন কাম্য সীমার উপরে বা নীচে না যায়। ২. খাদ্য তালিকায় ভাত, রুটি ইত্যাদির পরিমান কমিয়ে পরিবর্তে শাকসব্জী বাড়িয়ে দিতে হবে; আঁশযুক্ত সাক শবজী প্রচুর পরিমানে খাওয়া যাবে। ৩. মিষ্টি জাতীয় খাবার (কেক,...

পোষ্যদের সংস্পর্শে বাচ্চার অসুখের ঝুঁকি কম

Image
বেশিরভাগ বাবা-মা-ই তাদের সন্তানদের একেবারে ছোটবেলায় পোষ্যদের সঙ্গে মেলামেশা করতে দিতে চান না। তাদের ভয় থাকে, যদি পোষ্যদের থেকে কোন রকম অসুখ চলে আসে সন্তানদের মধ্যে। অনেকে মনে করেন, পোষ্যদের জীবানু থেকে বাচ্চাদের অ্যালার্জি, ইনফেকশন প্রভৃতি হতে পারে। কিন্তু গবেষকরা জানাচ্ছেন সম্পূর্ণ উল্টো তথ্য, পোষ্যদের থেকে বাচ্চাদের কোন রকম অসুখ হওয়ার সম্ভাবনা নেই। বরং ওদের সঙ্গে থাকলে বহু রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। সমীক্ষায় দেখা গেছে, যে সমস্ত শিশু পোষ্যদের সংস্পর্শে থেকেছে, তাদের মধ্যে হাঁপানি হওয়ার ঝুঁকি অনেক কমে গিয়েছে। তথ্য বলছে, ৩ মাস বয়সের বাচ্চারা বিড়ালগোত্রীয় পোষ্যদের সঙ্গে থাকলে ৭ বছর বয়স পর্যন্ত তাদের মধ্যে হাঁপানি হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। শুধু হাঁপানিই নয়, গবেষকদের মতে, অনেক বড় বড় অসুখের ঝুঁকি কমে যেতে পারে পোষ্য কুকুর বিড়ালের সংস্পর্শে। তাই তারা পরামর্শ দিচ্ছেন যে, বাচ্চাদের বহু বড় বড় অসুখের হাত থেকে রক্ষা করতে পোষ্যদের সঙ্গে রাখুন।

Burning Rohingya Burning Myanmar

It has been over three weeks that the UN Secretary General Antonio Guterres had issued a letter, unprecedented in the last 28 years since the 1989 Lebanon conflict, to the Security Council for its action on the ethnic cleansing in Myanmar. It has been about two weeks that the Security Council met behind closed doors calling for Myanmar to stop violence against the Rohingyas. Since then it seems the Myanmar violence is going Rwanda's way – lots of talking but doing little which had prompted the then secretary general Boutros Boutros-Ghali to say in bristling anger “all of us are responsible for this failure. It is a genocide which has been committed”. Just as the UN remained hamstrung when 800,000 Tutsis were killed in Rwanda in the face of complete disinterest of the US and other big nations, the same is being repeated in case of Myanmar. The UN is unable to take any stern actions such as sanctions and sending peacekeepers in the face of Chinese and Russian resistance. Just ...

Rohingya seemingly face ‘ethnic cleansing’

Image
GENEVA — The U.N. human rights chief said Monday that the violence and injustice faced by the ethnic Rohingya minority in Myanmar, where U.N. rights investigators have been barred from entering, “seems a textbook example of ethnic cleansing.” Speaking at the start of the latest Human Rights Council session, Zeid Ra’ad al-Hussein first recognized the Sept. 11 attacks anniversary then chronicled human rights concerns about Myanmar. He also spoke about rights concerns in Burundi, Venezuela, Yemen, Libya and the United States, where he expressed concerns about the Trump administration’s plan to dismantle protection for younger immigrants, many of whom have lived most of the lives in the U.S. Zeid, who is a Jordanian prince, denounced how “another brutal security operation is underway in Rakhine state — this time, apparently on a far greater scale.” He noted the U.N. refugee agency says 270,000 people from Myanmar have fled to neighboring Bangladesh in the last three weeks, and poi...