পোষ্যদের সংস্পর্শে বাচ্চার অসুখের ঝুঁকি কম

বেশিরভাগ বাবা-মা-ই তাদের সন্তানদের একেবারে ছোটবেলায় পোষ্যদের সঙ্গে মেলামেশা করতে দিতে চান না। তাদের ভয় থাকে, যদি পোষ্যদের থেকে কোন রকম অসুখ চলে আসে সন্তানদের মধ্যে। অনেকে মনে করেন, পোষ্যদের জীবানু থেকে বাচ্চাদের অ্যালার্জি, ইনফেকশন প্রভৃতি হতে পারে।

কিন্তু গবেষকরা জানাচ্ছেন সম্পূর্ণ উল্টো তথ্য, পোষ্যদের থেকে বাচ্চাদের কোন রকম অসুখ হওয়ার সম্ভাবনা নেই। বরং ওদের সঙ্গে থাকলে বহু রোগ প্রতিরোধ করা সম্ভব হয়।
সমীক্ষায় দেখা গেছে, যে সমস্ত শিশু পোষ্যদের সংস্পর্শে থেকেছে, তাদের মধ্যে হাঁপানি হওয়ার ঝুঁকি অনেক কমে গিয়েছে।
তথ্য বলছে, ৩ মাস বয়সের বাচ্চারা বিড়ালগোত্রীয় পোষ্যদের সঙ্গে থাকলে ৭ বছর বয়স পর্যন্ত তাদের মধ্যে হাঁপানি হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।
শুধু হাঁপানিই নয়, গবেষকদের মতে, অনেক বড় বড় অসুখের ঝুঁকি কমে যেতে পারে পোষ্য কুকুর বিড়ালের সংস্পর্শে। তাই তারা পরামর্শ দিচ্ছেন যে, বাচ্চাদের বহু বড় বড় অসুখের হাত থেকে রক্ষা করতে পোষ্যদের সঙ্গে রাখুন।

Comments

Popular posts from this blog

Burning Rohingya Burning Myanmar

ডায়াবেটিস রোগের লক্ষণ ও করণীয়